• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

পটুয়াখালীতে বাউফল- দশমিনা - গলাচিপা উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • ''
  • প্রকাশিত ০২ মে ২০২৪

মোঃ জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়,পটুয়াখালী থেকে গলাচিপা ও দশমিনা এবং বাউফল উপজেলার চেয়ারম্যান ও পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উক্ত প্রার্থীদের মাঝে এসময় প্রতীক বরাদ্দ দেন পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও বাউফল এবং দশমিনা ও গলাচিপা উপজেলা নির্বাচন ২০২৪ এর রির্টানিং অফিসার খান আবি শাহানুর খান। এসময় দশমিনা উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী আবু বকর সিদ্দিক(কাপ-পিরিচ),মাকসুদুর রহমান (হেলিকপ্টার), মোঃ আবু সালেহ্ শিকদার(চিংড়িমাছ), মোঃ আবদুল আজিজ (দোয়াত-কলম),মোঃ ইকবাল হোসেন (টেলিফোন), মোঃ এনায়েতুল ইসলাম (আনারস), মোঃ বশির উদ্দিন (মোটর সাইকেল) ও মোঃ শাখাওয়াত হোসেন (ঘোড়া)।

দশমিনা উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ তমিজ উদ্দিন (চশমা),মোঃ নাসির উদ্দিন (টিউবওয়েল) ও মোঃ মোফাজ্জেল হক (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মনিরা বেগম(কলস) ও সামচুন্নাহার খান ডলি(ফুটবল)।বাউফল উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার (ঘোড়া), খ ম মসিউর রহমান লাবলু ( কাপ-পিরিচ), মোঃ মোসারেফ হোসেন খান(আনারস) ও সজল কুমার হালদার(দোয়াত-কলম)। বাউফল উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আনিছুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ মাহমুদ রাহাত(তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ঝরনা বেগম(প্রজাপতি) ও মোসাঃ মরিয়ম বেগম(হাঁস)।গলাচিপা উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী ওয়ানা মার্জিয়া ( নিতু) ( আনারস) ও মুহম্মদ সাহিন(ঘোড়া)।

গলাচিপা উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ফরিদ আহসান কচিন(উড়োজাহাজ), মোঃ রেজাউল কবির মোল্লা (তালা),মোঃ রিফাত হাসান(টিউবওয়েল) ও মোঃ নিজাম উদ্দিন তালুকদার (চশমা) এবং তহমিনা আক্তার ( ফুটবল),মোসাম্মৎ শিরিন নাহার আখতার(ফুলের টব)ও হেলেনা বেগম(কলস) এদের মাঝে উক্ত সময় প্রতীক বরাদ্দ দেয়া হয়। আসছে ২১ মে মঙ্গলবার বাউফল উপজেলার ২৯৭৬০৭ জন ভোটার ও দশমিনা উপজেলার ১১৬০৪৪ জন ভোটার এবং গলাচিপা উপজেলার ২৪১৮৭০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads